বিজেপি ছাড়লেন কাশ্মীরের বিতর্কিত প্রাক্তন মন্ত্রী চৌধুরি
লাল
অবশেষে বিজেপি'র সঙ্গ ত্যাগ করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী চৌধুরি লাল সিং। বুধবার আনুষ্ঠানিক ভাবে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন চৌধুরি লাল। কাঠুয়া ধর্ষণে অভিযুক্তদের সমর্থন করে বিতর্কে জড়িয়েছিলেন প্রাক্তন এই মন্ত্রী।
বিজেপি ছাড়ার কারণ হিসেবে চৌধুরি লাল এদিন বলেন, বিজেপির নিজস্ব প্রতীক-পতাকা আছে, আমার তাই আছে। সেই প্রসঙ্গেই জানান, তাঁর নতুন রাজনৈতিক সংগঠনের নাম।
দলের নাম দিয়েছেন দোগরা স্বাভিমান সংগঠন। দলের রেজিস্ট্রেশন পেতে নির্বাচন কমিশনের কাছে আবেদনও জানিয়েছেন। জানালেন, নতুন দলের প্রতীকেই কাশ্মীরে আগামী নিবার্চনে লড়াই করবেন।
0 Comments